সাপাহারে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মতবিনিময় 

  • নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: 

নওহাঁর সাপাহারে অবস্থানরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নওগাঁ-১ আসন (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) উপজেলার এমপি প্রার্থী মাহবুবুল আলম।  

১৯ ফেব্রুয়ারী (বুধবার) বেলা ১১ টায় আল হেলাল ইসলামী একাডেমি স্কুল এন্ড কলেজের অফিস রুমে ব্যক্তিগত আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করেন এমপি প্রার্থী মাহবুবুল আলম। 

প্রাথমিক পরিচিতি পর্ব শেষে তিনি সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী বলে সাংবাদিকদের জ্ঞাত করেন।

তিনি বলেন, আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। আপনাদের দেশপ্রেমিক ও তারুণ্যদীপ্ত এ কাজের জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন ও দোয়া। 

যুগে যুগে বাংলাদেশকে এগিয়ে নিতে মিডিয়ার ভূমিকাকে অস্বীকার করার সুযোগ নেই। বিশেষ করে ২৪ এর বিপ্লবে সাংবাদিক বন্ধুদের অগ্রণী ভূমিকা দেশের মানুষের হৃদয়ের সুউচ্চ আসন টি গ্রহন করেছে। আবু সাইদ ও মুগ্ধদের মতো কালজয়ী বীরদের সারা পৃথিবীব্যাপী পরিচিত করে দিতে আপনারা মূল কাজটি করে গেছেন ক্যামেরার পিছন থেকে। জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেশকে ভালোবেসে অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের ঋণ শোধ হবার নয়।”

এ সময় সাপাহারে অবস্থানরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *