শ্রীপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • ওমর ফারুক শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১৮ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী, শ্রীপুর থানার ওসি তদন্ত শামীম আহমেদ, শ্রীপুরের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সফিকুল ইসলাম,মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ, উপজেলা প্রকৌশলী একে আব্দুস ছামাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আশরাফ হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী তাসজিদ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম, ইসলামি ঐক্যজোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হেফাজতে ইসলাম শ্রীপুর উপজেলার সভাপতি মুফতি শামীম আহমেদ, জামাতে ইসলামি বাংলাদেশের শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম মোল্লা, ইসলামি বাংলাদেশের শ্রীপুর উপজেলার যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, খেলাফত মজলিসের উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রহমান রহমানী, নাগরিক কমিটির শ্রীপুর আহবায়ক সদস্য হাসান হাবিব, নিজাম উদ্দিন রিয়াদ, সামাউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সংগঠক আলপনা হক ছোঁয়া, সদস্য আশরাফুল ইসলাম,মোঃ রাকিব হাসান, মোঃ নাঈম,কাইফাত মোড়ল, মেরাজ, ইসলামি ঐক্য জোটের শ্রীপুর পৌরসভা সাংগঠনিক সম্পাদক মো নুরে আলম, সংবাদকর্মী আব্দুস ছালাম, এশিয়ান টিভির শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, দৈনিক নাগরিক ভাবনার শ্রীপুর প্রতিনিধি মো: টিপু সুলতান। 

এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করলেও মাদক, কিশোর গ্যাং ও চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *