তারুণ্যের উৎসবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণ

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার গড়ার প্রত্যয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণ করা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের ঐতিহাসিক দালাল বাজারে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্নতা ডাস্টবিন বিতরণ করা হয়েছে। 

এ পরিষ্কার পরিচ্ছন্নতা একশত ডাস্টবিন বিতরণ শুরু করেন উপজেলা প্রশাসন।

এ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। 

এ সময় উপস্থিতি ছিলেন – দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বাজার কমিটির সভাপতি বিটু পাটোয়ারী ভলেন্টিয়ার বাংলাদেশ সদস্য ও বিভিন্ন স্কুল পড়ুয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

পাশাপাশি দালাল বাজারের চারপাশে অবস্থানরত সব খাবার দোকানের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সঙ্গে ডাস্টবিন রাখার জন্য নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *