সভাপতি মোঃ মুনির সম্পাদক মোঃ হামিদ

রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন-২০২৫

  • মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

রামগঞ্জ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচন-২৫-এ বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মুনির হোসেন বি এস সি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবদুল হামিদ চৌধুরী  বি এস সি।

নির্বাচনী তফসিল অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি ২৫ইং অনুষ্ঠিতব্য নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণের শেষ তারিখ ছিল ৮ ফেব্রুয়ারী ২৫ ইং হইতে ১০ ফেব্রুয়ারি ২৫ ইং সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত ওই সময়ে সভাপতি পদে মোঃ মুনির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আবদুল হামিদ চৌধুরী ব্যতীত অন্য কোন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। ফলে এ দু’পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন তারা।

মোঃ মুনির হোসেন (বি এস সি. এম এস এস. এম এড ঢাঃ বিঃ) ১৯৯৫ সনে বশিকপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেণ। পরবর্তীতে ১৯৯৬ সনে শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ে যোগদান করেণ। বর্তমানে ওই বিদ্যালয়ে সুনামের সহিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তিনি।

অপরদিকে মোঃ আবদুল হামিদ চৌধুরী (বি এস সি) ভাটরা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে সম্মানের সহিত দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *