রমজানের আগে বাজার স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : জেলা প্রশাসক

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি: 

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। 

এসময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক,জেলার আইন-শৃংখলা পরিস্থিতি ও আগামী মাহে পবিত্র রমজান শুরুর আগে নিত্যপণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।

এ ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আসতে সহায়তাকারীদের কঠোরভাবে দমন করার পাশাপাশি চেকপোস্ট বৃদ্ধি করার কথা জানান তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, সিভিল সার্জন ডা: আসিফ আহমেদ হাওলাদার,সাবেক হুইপ বিনএনপি জেলা সভাপতি শাহজাহান চৌধুরী,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ,এপিবিএনসহ সরকারি বি়ভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বনবিভাগের জমি সুরক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা,মেরিন ড্রাইভ সড়কে লাইটিং,সিসি ক্যামেরা স্থাপন,রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের ক্যাম্পের বাইরে আসা,চুরি-ছিনতাইসহ মাদক চোরাচালান প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *