
- মুঞ্জুরুল হক, বগুড়া, প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার ৯ ফেব্রুয়ারী সকালে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে মিছিল করতে বাসস্ট্যান্ড এলাকায় একত্রিত হয় উপজেলা বিএনপির নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তৌহিদুল আলম মামুন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনসুর পাশার দিক নির্দেশনা অমান্য করে এবং দলের সিদ্ধান্তের বাইরে আলাদা ভাবে শেরপুর উপজেলা থেকে লোকজন নিয়ে এসে মিছিল করার চেষ্টা করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ। এ সময় সংগঠনের বাইরে কর্মকাণ্ড করতে নিষেধ করলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশার সাথে আপেল মাহমুদের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ বলেন, উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন ও সাধারন সম্পাদক আবুল মুনসুর পাশা টাকার বিনিময়ে সন্ত্রাসী আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলে। ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করায় তাদের গাত্রদাহ হয়েছে। সকালে আমি দলীয় নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ বিরোধী মিছিল করতে গেলে তৌহিদুল আলম মামুন ও আবুল মুনসুর পাশার নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা করে। এতে আমি সহ বিএনপির বেশ কযজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর পাশা বলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ দলীয় সিন্ধান্তের বাহিরে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর ও দোকান পার্ট ভাংচুর করতে দলবল নিয়ে একত্রে হলে স্থানীয়রা বাধা দেয়। এতে সে চড়াও হলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। অবস্থা বেগতিক দেখে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে। এসময় এলোপাতাড়ি কিলঘুষিতে বেশ জন নেতাকর্মীও আহত হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, এঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।