বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে রেজিষ্টাড ইউনিয়নের সভাপতি ও প্রতিনিধিদের কে নিয়ে এক লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে ও সহকারী পরিচালক আবুল বাশার মিয়ার পরিচালনায় উক্ত লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্লাহ্ পাটওয়ারী। 

মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলা শাখার  সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির  বক্তব্য রাখেন  জেলা সাধারণ সম্পাদক মাস্টার মমিনুল হক, অ্যাডভোকেট মনজুরুল আলম মিরন সহ নেতৃবৃন্দ। 

নেতৃবৃন্দ তাদের আলোচনায় বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেকের ভিত্তিক কার্যক্রমকে জোরদার করতে হবে। এবং শ্রমিকদের প্রকৃত সমস্যা বুঝে তার সমাধানের জন্য উদ্বেগ নেওয়া। অসহায় হতদরিদ্র শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর জন্য ট্রেড ভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রত্যেক সেক্টর থেকে চাঁদাবাজি সহ সকল ধরনের জোড় জুলুম বন্ধ করা সময়ের দাবী। 

নেতৃবৃন্দ আর ও বলেন, ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের  কেন্দ্রীয় প্রধান উপদেষ্টার ডাক্তার শফিকুর রহমানের আগমনকে আনন্দমুখর ও শ্রমজীবীদের সকলের নিকট দাওয়াত পৌঁছানোর জন্য আহ্বান জানান।

  এ সময় ট্রেড নেতৃবৃন্দ জানান, প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে প্রত্যেক ট্রেডে উৎসাহ উদ্দীপনার সহিত কাজ চলছে । 

 এ সময়  উপস্থিত ছিলেন – লক্ষ্মীপুর জেলা শাখার বিশ টি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *