ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে পাল্লা উচ্চ বিদ্যালয়ে বির্তক প্রতিযোগিতা 

  • চাটখিল প্রতিনিধি :

চাটখিল-সোনাইমুড়ি দুই উপজেলা ব্যাপী এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় আন্ত:স্কুল বির্তক প্রতিযোগিতার কর্মসূচি শুরু করেছে ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন।  এরই ধারাবাহিকতায় রবিবার সকালে চাটখিল পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের সিনিয়র  শিক্ষক মো. জসিম উদ্দিন উপস্থাপনায় বির্তকের প্রতিপাদ্য হলো- “জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ’ই হলো বিবেচ্য বিষয়”- নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে পক্ষ দল বিজয় অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা পক্ষ দলের দশম শ্রেণির জান্নাতুল মাওয়া বিথী নির্বাচিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস গ্লোবাল গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর তানভীর, ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল, ফাউন্ডেশনের কর্মকর্তা মহি উদ্দিন, ফাউন্ডেশনের ম্যানেজার মো. বেলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. তারেক হায়দার, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসেন চৌধুরী, এবিএম জহিরুল হক, মো: মহিন উদ্দিন, নাছিমা আক্তার, শাহিনুর আক্তার প্রমুখ। 

ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল জানান, একমাত্র বাংলাদেশি হিসেবে এশিয়া মহাদেশের স্বর্নপদক প্রাপ্ত ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদের আমন্ত্রণে রাষ্ট্রীয় ভাবে সেখানে অবস্থান করছেন। তিনি চাটখিল এবং সোনাইমুড়িকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা এবং এর অংশ হিসেবে বির্তক প্রতিযোগীতা চলমান রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *