
- নাটোর প্রতিনিধি
আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে নাটোর সদর উপজেলার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি নাটোর সদর উপজেলা কালচারাল একাডেমি মাঠ সংলগ্ন হ্যালিপ্যাড মাঠের পাশে তাদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রঘুনাথ এক্কা সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রতাপ সিং, সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন জনাব বাকি বিল্লাহ রশিদী আইন উপদেষ্টা জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখা। উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব নিপেন উরাও, সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা। সঞ্চালনায় ছিলেন জনাব হেমন্ত পাহান সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসি পরিষদ নাটোর সদর উপজেলা।
প্রধান অতিথি রঘুনাথ এক্কা বলেন, আমাদের সংগঠন কে এগিয়ে নিতে আমাদের আজকের এই আয়োজন তাই সকলের কাছে উদার্ত আহ্বান সকলে নিশ্বার্থ ভাবে কাজ করতে হবে। তিনি আরোও বলেন আমাদের মূল উদ্দেশ্য আমাদের দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করা,আমাদের সংগঠন কে গতিশীল করতে সংগঠন কে বেগবান করতে হবে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
গুরুদাসপুর উপজেলার আদিবাসী পরিষদ প্রতিনিধি মাধাই মুন্ডা বলেন, আমরা যারা আদিবাসী আছি আমরা পিছিয়ে পরা এক জনগোষ্ঠী। আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে এছাড়া আমাদের কোন বিকল্প নেই। তিনি আরোও বলেন আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করবো এই আশা ব্যাক্ত করেন। আদিবাসী ছাত্র পরিষদের নারী প্রতিনিধি আঁখি পাহান বলেন, বিগত দিনে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের ওপরে যে হামলা হয়েছে আমরা তার প্রতিকার করেছি আমরা চাই সকলে একত্রিত হয়ে কাজ করতে চাই। সিংড়া উপজেলার জাতিয় আদিবাসী পরিষদের সহ-সভাপতি গোপাল বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একসাথে কাজ করতে হবে তাহলে আমরা সব কাজে আমরা এগিয়ে যেতে পারবো।
নাটোর আদিবাসী পরিষদের সদর উপজেলা সাধারণ সম্পাদক হেমন্ত পাহান বলেন, আজকের সাধারণ সভার মূল উদ্দেশ্য আমাদের আদিবাসি পরিষদকে এগিয়ে নিতে ছাত্র পরিষদের কোন বিকল্প নেই।