- মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ
চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটে কথা কাটাকাটির জের ধরে দেশিয় অস্ত্র দিয়ে ব্যবসায়ী আলী হোসেন (৫৫) ও কর্মচারী শিবলু কাজী (৩৮) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সুজন, নুরু ও মিঠুন নামে তিন যুবক। এর মধ্যে সুজন রেললাইনের পাশে চায়ের দোকানী।
সোমবার ২০ জানুয়ারি বিকাল ৩টার দিকে হকার্স মার্কেটে পিছনে রেললাইনের পাশের চায়ের দোকানে প্রথম শিবলুর বন্ধ আইসক্রিম ব্যবসায়ী বাবুলের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরবর্তীতে সন্ধ্যায় হকার্স মার্কেটের ওয়ার্কপ ব্যবসায়ী আলীর ওপরে প্রথমে হামলা এবং পরবর্তীতে তালুকদার ভুটিকস নামে প্রতিষ্ঠানের কর্মচারি শিবলু কাজীকে সুজন, নুরু ও মিঠুন দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে দোকানেই রক্তাক্ত জখম করে।
এই ঘটনার পর মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও কমিটির নেতারা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এর মধ্যে শিবলু গুরুতর ও রক্তাক্ত জখম হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।
গুরুতর আহত কর্মচারী শিবলু শহরের ক্লাব রোডের মুকবুল হোসেন কাজীর ছেলে। আর হামলাকারী সুজনের পিতার নাম বাচ্চু। সে রেলওয়ে প্লাটফর্মের চায়ের দোকানী। বাকী নুরু ও মিঠুনের পুরো পরিচয় জানা সম্ভব হয়নি।
তালুকদার ভুটিকস্ এর মালিক হানিফ জানান, শিবলুর বন্ধু বাবুল। তারা দুপুরের খাবার শেষে ওই চায়ের দোকানে যায়। সেখানে বাবুলের সাথে ওই তিন যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদেরকে নিবৃত করেন শিবলু কাজী। পরে ওই তিন যুবক সংঘবদ্ধ হয়ে এই হামলার ঘটনা ঘটায়। আহত শিবলুকে ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে। চাঁদপুরে আসলে থানায় অভিযোগ করা হবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. বাহার মিয়া বলেন, বিকাল আনুমানিক ৩টার দিকের ঘটনা। কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটে। আহতরা চাঁদপুর ও ঢাকায় চিকিৎসাধীন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।