ডাম্পট্রাক চাপায় ২ যুবক নিহত

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় দ্রুতগামী ডাম্পট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হন দুজন। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরী হাট-ভোলা-বরিশাল সড়কের কালিরচর রাস্তা মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের জগৎবাড়ী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আনোয়ার হোসেন (৪৫)। একই উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মুনসুর আহাম্মদের ছেলে মুরাদ হোসেন।

অন্য দিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন।

স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। আহত আজাদকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *