- নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলা কারাগারে আব্দুর রহিম (৭৪) নামে এক বৃদ্ধ কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্ট্রোকজনিত কারণে আব্দুর রহিম মারা যান।
আব্দুর রহিম ১৫ বছরের সাজাপ্রাপ্ত হাজতি ছিলেন। একটি চাঁদাবাজি ও চুরির মামলায় ২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুর রহিম লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
জেলা কারাগার জেল সুপার নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি সূত্র জানায়, ২০০৭ সালে সদর থানার একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে আদালত সাজা দেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি জেল ও দায়রা জজ কর্তৃক তার সাজার পরোয়ানা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে গোসল করতে গেলে স্ট্রোকজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে আব্দুর রহিমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, একটি চুরি ও চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমকে ১৫ বছরের সাজা দেন আদালত। স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।