লক্ষ্মীপুরের দালাল বাজারে নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে স্কুল ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে।

শোভাযাত্রার র‍্যালিটি লক্ষ্মীপুরের দালাল বাজার এলাকা প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে আলোচনা সভায় মিলিত হয়েছে।

এ অনুষ্ঠানটি প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তারপর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (সিআইপি) ও বিদ্যালয়টির ১৯৯১ ব্যাচের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন চৌধুরী জুয়েল স্মৃতিচারণ করে জানান, এন.কে (নবীন কিশোর) উচ্চ বিদ্যালয় হচ্ছে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে অনেক দিন পর বড় ভাই, বন্ধু-বান্ধব সবাই একসঙ্গে মিলিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *