চাঁদপুরে  ঢাকা কনফেকশনারি কে ভোক্তার ৫০ হাজার টাকা জরিমানা 

  • মোঃ শফিক তপাদার, চাঁদপুরঃ

চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্স কমিটির আয়োজনে গত শনিবার সন্ধার পরে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্দেগ্যে  বাজার তদারকি অভিযান পরিচালনা  করেন। 

অভিযান পরিচালনা  কালে চাঁদপুর  শহরের ৩৩, হাজী মহসিন রোড, অবস্হিত ঢাকা কনফেকশনারি কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড  করেন ভোক্তা অধিকার।

জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক  নুর হোসেন রুবেল বলেন, মেয়াদোত্তীর্ণ রঙ ও জেলি ব্যবহার করে কেক তৈরি, পশমযুক্ত হাতের কবজি অবধি ঢুকিয়ে ড্রাই কেকের খামির তৈরি, অস্বাস্থ্যকর ফ্লোর, কর্মীদের  হাতে গ্লাভস নাই-মাথায় ক্যাপ  নাই। তৈরিকৃত কেক যে আলমারিতে রাখা হয়েছে তার সাথে পিঁপড়া মারার পাউডার ছিটানো হয়েছে এবং যা কেকের সাথে লেগে আছে। এই সব অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ঢাকা কনফেকশনারিকে ৫০,০০০/- জরিমানা করা হয়েছে। 

একই সাথে উৎপাদিত কেক গুলি ফেলে দেওয়া হয়েছে।  অভিযান পরিচালনা কালে চাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম সাথে ছিলেন। 

নুর হোসেন  রুবেল বলেন, আমাদের অগচরে ভেজান খাদ্য  তৈরি  করে  বাজার জাত করে অসাধু ব্যাবসায়িরা মোটা অংকের  টাকা  হাতিয়ে  নিচ্ছে , অথচ ওই সব খাদ্য খেয়ে ছোট বড় সকলের নানাহ রোগে আক্রান্ত  হচ্ছে  প্রতিনিয়ত, আসলে আমরা টাকার বিনিময়ে রোগ বালাই কিনে খাচ্ছি  সেটা চোঁখে দেখি না, তাই তাদের বিরুদ্ধে  আমাদের ভোক্তা অধিকার  সব সময় দৃষ্টি  রেখে সততার সাথে দায়িত্ব  পালন  করে সর্বোচ্চ  চেস্টায় কাজ করে যাচ্ছে , আমি আশা করি সচেতন মহল আমাদের সব সময় সহযোগিতা  করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *