চাঁদপুরে পুলিশের মোটর সাইকেল পেট্রোলিং শুরু, আটক ১৭

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে সবধরনের অপরাধ নির্মূলে আবারও নড়েচড়ে বসেছে পুলিশ। দিন-রাত যেকোনো সময় অপরাধ নির্মূলে মোটর সাইকেল পেট্রোলিং। গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও নির্জন স্থানে মোটর সাইকেলে ঘুরছেন পুলিশ সদস্যরা।

গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে।

চাঁদপুরে ৮ থানা ও বিভিন্ন ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ এ কর্মসূচি।

চাঁদপুর সদরে ৮জন ও হাজীগঞ্জে ৯জন আটক করে পুলিশ। তারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই চলছে।

চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, চাঁদপুরে সব থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে পুলিশের মোটর সাইকেল পেট্রোলিং শুরু হয়েছে।

তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় চাঁদপুরের প্রতিটি থানা এলাকায় মোটর সাইকেল পেট্রোলিং কার্যক্রম শুরু হয়।

সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ- কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে এমন মোটর সাইকেল পেট্রোলিং চালু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *