নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় চন্দ্রগঞ্জ-শেখপুর সড়কের রহমতখালী খালের ওপর নির্মিত ব্রীজ ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের পাঠদান কফিল উদ্দিন ডিগ্রি কলেজের। একমাত্র যোগাযোগ মাধ্যম ছিলো এ ব্রীজটি। তাছাড়াও কলেজ, মাদ্রাসা, প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকসহ ৬টি শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থীসহ দুর্ভোগে পড়েছে এলাকার লাখো মানুষ। তার সাথে বন্ধ রয়েছে ব্যবসা বাণিজ্য।
এদিকে স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক বলছেন, ব্রীজ নির্মাণ করতে সময় লাগলেও সাময়িকভাবে চলাচলের জন্য বিকল্প ও বেইলী ব্রীজের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হচ্ছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ব্রীজটি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন যাতায়তের জন্য বিকল্প হিসেবে বেইলী ব্রীজের ব্যবস্থা করার জন্য স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ হয়েছে।