লক্ষ্মীপুর জেলায় ৩শ’ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ পুরস্কার আয়োজন করা হয়েছে।

এতে প্রতিষ্ঠানের প্লে-থেকে দ্বাদশ শ্রেনি পর্যন্ত ৩শ’ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে ১০টি ইভেন্টে প্রায় ১৫শ’ শিক্ষার্থীর অংশ গ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলায় ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।

বিশেষ অতিথি ছিলেন- উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জহিরুল ইসলাম, আবদুল করিম, আবদুর রব নাসিম আবু তারেক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক আবিদা বিন্তি, ইসমাইল হোসেন, ফারহানা আক্তার, আতিকুর রহমান, মাহমুদুল হাসান, মারজাহান মুন্নি সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, শুধু ভালো ফলাফল করেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে সর্বক্ষেত্রে অবদান রাখতে হবে। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কর্মকান্ড পরিচালনা করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *