মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনায় ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪৫/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের আব্দুল খালেক মন্ডলের ছেলে এমদাদুল হক রনি বাদি হয়ে এ মামলা দায়ের করে। গত মঙ্গলবার মামলা দায়েরের পর এজাহার ভুক্ত ৩১ নং আসামি বেলাল হোসেন (৪২) মেম্বারকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে পাঠায় থানা পুলিশ। বেলাল হোসেন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
থানা ও এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২২ তারিখে ধুনট বাজারস্থ “হোটেল আরাফাত” এর দ্বিতীয় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্য দোয়া মাহফিল চলছিল। মাহফিল চলাকালিন বেলা অনুমান ১১টায় পূর্ব ভরণশাহী গ্রামের মৃত জরিফ উদ্দিন খাঁন এর ছেলে আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম খাঁনের হুকুমে এজাহার ভুক্ত অন্যান্য আসামিরা হামলা চালায় ও কার্যালয় ভংচুর করে।
এ ঘটনায় ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডলের ছেলে সাবেক ছাত্রদল নেতা ইমদাদুল হক রনি বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম জানান, দায়ের করা মামলায় বেলাল নামের একজনকে মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।