অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন

বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন

মো: তৌফিকুল হক, নরসিংদী (রায়পুরা) :

বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারা আমাদেরই লোক, তাদেরকে সব সময় সহযোগিতা করতে হবে। খুব দ্রুত নির্বাচন দিয়ে একটি দলীয় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছিলো। মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে বিদেশে পাঠিয়েছে। তারা আবার ফেসবুকে প্রচারণা চালাচ্ছে তারা নাকি রাজনীতি করবে। তবে এ দেশের জনগণ রাজনীতিতে আর আওয়ামী লীগকে দেখতে চায়না। আগামী ১০০ বছরেও তারা আর আসতে পারবে না। ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে। অথচ এই হাসিনা দাম্ভিকতায় বলেছিলো ‘শেখের বেটি কখনো পালায় না, পালাবে না’ তাহলে এখন কার বেটি পালিয়েছে?।

গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত  সুলতান উদ্দিন প্রধান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

নরসিংদী জেলা বিএনপি সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি  ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক  এম এন জামান এর সভাপতিত্বে ও রায়পুরা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবার উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল বাছেদ ভূঁইয়া, দ্বীন মোহাম্মদ দীপু, এমকেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, আমিনুল হক বাচ্চু, ফাইজুর রহমান, সাবেক বিএনপি নির্বাহী কমিটির সদস্য জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপি সদস্য রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জাহাঙ্গীর আলম বাদল সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, সাবেক জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সর্বশেষে ব্যাপক জনসভার রূপ ধারণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *