নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য ক্ষমতায় আছে। তারা দেশ পরিচালনা করতে যেখানেই যাচ্ছে, সেখানেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আইন-শৃঙ্খলার অবনতি কিভাবে ঘটানো যায়, এরজন্য একটি চক্রান্ত, একটি গোষ্ঠী লেগে আছে।
এ্যানি চৌধুরী বলেন, অতিতে কারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, তা বুঝতে কারও বাকি নেই।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নূরনবী, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার প্রমুখ।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে কাজির দিঘীর পাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।