মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচর্জ সাইদুল আলম, এসআই মোহাম্মদ আলী ও অমিত হাসান মাহমুদের অপসারণ ও ল্যাংটা বাবু নামের এক আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
গত বৃহস্পতিবার (৭নভেম্বর) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামবাসীর আয়োজনে মথুরাপুর সড়কে এ মানববন্ধন করে।
জানা যায়, গত ৩ অক্টোবর দুপচাঁচিয়া ধাপেরহাটে গরু বিক্রি করে ফেরার পথে অলোয়া গ্রামের মুন্সি বটতলা নামক এলাকায় ছিনতাইয়ের শিকার হয় উপজেলার অলোয়া গ্রামের গরু ব্যবসায়ী নিজাম উদ্দিন। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিডোগে ৬ অক্টোবর ধুনট থানায় অলোয়া গ্রামের সাবানের ছেলে ল্যাংটা বাবুসহ ৫ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের লিখিত অভিযোগ দেয় নিজাম উদ্দিন। এ ঘটনায় প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় থানা পুলিশের উপর অভিযোগ এনে মানববন্ধ করে স্থানীয় এলাকাবাসি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ধুনট থানার ওসি সাইদুল আলম ও এসআই মোহাম্মদ আলী এবং অমিত হাসান মাহমুদ ছিনতাইয়ের ঘটনাকে চুরি মামলা হিসেবে রেকর্ড করে।