বিজিবির অভিযানে ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন ও ১ কেজি ৬৯২ গ্রাম হিরোইন উদ্ধার

মো. জামিল আহমেদ ওয়াসিম, বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল রেলষ্টেশনে বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন ও ১ কেজি ৬৯২ গ্রাম হিরোইন উদ্ধার করে বর্ডার বাংলাদেশ বিজিবি সদস্যরা।

রোববার বিকালে অভিযান পরিচালনা করে মাদকের এ চালান উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতাই রোববার বিকেল সাড়ে ৪টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহলদল বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটের বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *