নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে লক্ষ্মীপুরের সদর উপজেলার ১১টি পরিবারের মাঝে ৪২ বান ঢেউটিন ও ৪২ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। তার মধ্য থেকে ৯টি পরিবারকে ৪ বান ও নগদ ৪ হাজার টাকা করে প্রদান করা হয়। বাকি ২টি পরিবারকে ৩ বান ও ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে ঢেউটিন ও নগদ অর্থ বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার মো. মাহমুদুল ইসলাম।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি।
এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঢেউটিন, ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্ত পরিবারকে ধানের চারা ও সরিষার বীজ সহায়তা দেওয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।
আবুল কাশেম বলেন, আমার ঘর দোয়ার নাই। আমার মেয়ে কলেজে পড়ে আমি তাকে পড়াশোনা করাই। টাকা পয়সা নেই কিছু একটা যে করবো আমি। আমার এই ভাঙ্গা করে আমার পরিবার নিয়ে বসবাস করি। আমি খুব কষ্টে আছি। এই কষ্টের মাঝে আমাকে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করেছে। আরো কিছু মানুষ থেকে যদি সহযোগিতা পাই তাহলে আমার ঘর দোয়ার ঠিক করার জন্য ব্যবস্থা হবে।
মো. শহিদুল্লা বলেন, এই বন্যা আমার ঘরবাড়ি সব ভেঙে গেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। গাছ যেদিন পড়ে আমার ঘরের উপড়ে সেই দিন আমার সন্তান দুনিয়াতে আসে। ঠিক সেই মুহূর্তে আমার সবাই বাহিরে ছিলাম তাই আমাদের কারও ক্ষতি হয়নি। আমার পরিবারের জন্য আল্লাহর রহমত ছিলো।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মাহমুদুল ইসলাম ও অন্যান্য সেনা সদস্যরা।