দুর্নীতিরোধে সকলের জায়গা থেকে সচেতন হতে হবে : জেলা প্রশাসক রাজীব কুমার সরকার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুর জেলার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।

প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বাংলাদেশের কাঙ্খিত উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই। দুর্নীতিরোধে সকলের জায়গা থেকে সচেতন হতে হবে। সবার আগে নিজ নিজ পরিবার থেকে এ সচেতনতা গড়ে তুলতে হবে। 

লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি লক্ষ্মীপুর যৌথ ভাবে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন এবং জেলা-উপজেলা পর্যায়ের সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহন করেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান।

সচেতন নাগরিক কমিটি (সনাক) লক্ষ্মীপুর জেলার সভাপতি প্রফেসর জেড এম ফারুকীর সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ আহমদ কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, টিআইবি চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন, সনাক সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, সনাক সদস্য প্রফেসর রফিকুল আহসান, ডাঃ নিজাম উদ্দিন, রাজীব হোসেন রাজু, ইয়েস দলনেতা তারেক হোসেন, সহ দলনেতা আবু সালেহ রুবায়েদ, শিউলি আক্তারসহ অন্যান্য ইয়েস সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *