আওয়ামীলীগের বিচারের দাবীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় আওয়ামীলীগের বিচারের দাবীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠাদারী আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সোমাবার (২৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে সদর উপজেলা জামায়াতে ইসলামীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

বিক্ষোভ মিছিলটি লক্ষ্মীপুর জেলায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলন চত্বরে গিয়ে শেষ হয়। 

মিছিলে নেতাকর্মীরা ‘দফা এক, দাবি এক খুনি হাসিনার গ্রেপ্তার’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’, ‘লগি-বৈঠার সন্ত্রাসীদের গ্রেপ্তার কর, করতে হবে’ এসব স্লোগান দিতে দেখা যায়। 

এর পূর্বে বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সমাবেশ করেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। 

এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার নায়েবে আমীর এ্যাডভোকেট নজির আহমদ, এ আর হাফিজ উল্যা, জেলা সেক্রেটারী মো. ফারুক হোসেন নুরনবী,  সহ সেক্রেটারী মাও নাছির উদ্দিন মাহমুদ, জেলা জামায়াতের সদস্য সরদার সৈয়দ আহমেদ, লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারা নিশান ও  শহর জামায়াতের সেক্রেটারী  জহিরুল ইসলাম২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনা পরিকল্পিতভাবে ২৮ অক্টোবর পল্টন-বায়তুল মোকাররম এলাকায়সহ সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে লগি-বৈঠা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নৃশংসভাবে হত্যা করেছে। সেই ২৮ অক্টোবর থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ১৬ বছরে হাজার হাজার মানুষকে হত্যা, গুম-খুন ও নির্যাতন করেছে। 

তার পরেও সে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পালিয়ে গেছে খুনি হাসিনা। অনতিবিলম্বে খুনি হাসিনাকে দেশে ফেরত এনে ২৮ অক্টোবরের হত্যাকান্ডসহ সকল হত্যাকান্ডের বিচার করতে হবে। 

এসময় বক্তারা সন্ত্রাসী ও স্বৈরাচারী আওয়ামীলীগের নিবন্ধন নিষিদ্ধের জন্য প্রধান উপদেষ্টার নিকট দাবীও তোলেন। 

বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর সদর উপজেলা ও পৌর শাখার হাজারো নেতাকর্মী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *