বিনামূল্যে চিকিৎসা-ওষুধ পেলেন ২ হাজার রোগী 

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় বন্য পরবর্তী সময়ে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ২ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয়েছে রোগীদের।

শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবা দেওয়া হয।

লক্ষ্মীপুর সদর উপজেলার রাধাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ঢাকার বিভিন্ন হাসপাতালের ২৫ চিকিৎসক রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন। 

এর মধ্যে নিউরো মেডিসিন, শিশু, নাক-কান-গলা, চক্ষু, গাইনি, মেডিসিন, চর্ম ও ডেন্টালসহ বিভিন্ন চিকিৎসা দেন চিকিৎসকরা।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ, রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল হক বাবুল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব প্রমুখ।

আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরিব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। এছাড়াও রাধাপুর গ্রামসহ আশপাশের গ্রামগুলো প্রায় এক মাস বন্যার পানিতে নিমজ্জিত ছিল। 

এসময় বিভিন্ন বয়সী মানুষ নানান রোগে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *