কমলার জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক : 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস নিজের ৬০তম জন্মদিন উদযাপন করেছেন। 

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভোটাররা বলেছেন, যুক্তরাষ্ট্রে নারী প্রেসিডেন্ট নির্বাচিত করার এখনই সময়। এদিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২০ অক্টোবর) ৬০তম জন্মবার্ষিকীর দিনে দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ার আটলান্টার একটি গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করেন কমলা। 

এসময় কৃষ্ণাঙ্গ ভোটারদেরকে আগাম ভোটদানে উৎসাহিত করেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী। তিনি ৭৯ বছর বয়সি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তোলেন। দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় একাধিক স্থানে প্রচারণা চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

এ সময় নারী ভোটারদের সমর্থনে বক্তব্য দিয়ে তিনি জানান, নারীদের তিনি ভালবাসেন। নারীরাও তাকে পছন্দ করেন।

কমলার সমর্থনে সমাবেশ করেছেন মার্কিন জনপ্রিয় পপ তারকা লিজো। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে নারী প্রেসিডেন্ট নির্বাচিত করার এখনই সময়। ৬০ বছরে পা দেয়া কমলা হ্যারিসকে জন্মদিনের শুভেচ্ছা জানান ট্রাম্প। 

সাংবাদিকের প্রশ্নের উত্তর ট্রাম্প বলেন, ‘আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। হয়তো ফুলও পাঠাব।’ আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হলে বাকস্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। 

শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে আয়োজিত এক মাস্ক বলেন, কমলা ক্ষমতায় এলে মার্কিনদের মত প্রকাশ ও বাক স্বাধীনতা সঙ্কুচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *