শেষ হয়েছে ম্যানজাস স্পোর্টস টুর্নামেন্ট

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে ম্যানজাস স্পোর্টস টু-নাইট ওয়ান-ডে মিনি ফুটবল টুর্নামেন্ট। এ খেলায় ৩০টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর স্বাধীন বাংলা ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে ফ্রেন্ডস ফুটবল একাডেমি।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে আবিরনগর এলাকায় খেলার মাঠে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স ট্রফি বিজয়ীদের হাতে তুলে দেন অতিথিরা।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক তানভির হোসাইন সোহেলের সভাপত্বিতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলার সদর থানা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামসুদ্দিন সামসু, লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত, সদর উপজেলার থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সোহাগ, যুবদল নেতা সেলিম খাঁন, মো. সোহাগ, লাহারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল আজিজ।

অন্য দিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের সদর উপজেলার আবিরনগর ম্যানজাস স্পোর্টস ক্লাবের আয়োজিত টুর্নামেন্ট উদ্ভোদন করেন বিএনপি নেতা মোহাব্বত রশিদ পাটোয়ারী ও লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাওয়ার হোসেন আকবর।

ঐ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী ও লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, আমজাদ পাটোয়ারী, সদর থানা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, সদস্য সচিব বায়েজিদ হোসেন ভূঁইয়া প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *