মিয়ানমার সীমান্তে বিমান হামলা, এপারে আতঙ্ক

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে আরাকান আর্মি ও জান্তা সরকারের সশস্ত্র বাহিনীর মধ্যে বেশ কিছুদিন ধরে যুদ্ধের তীব্রতা বেড়েছে। সংঘর্ষে ব্যবহার হচ্ছে মর্টার শেল ও ভারী গোলা। হামলা হচ্ছে আকাশপথে যুদ্ধ বিমান  থেকেও। যার কারনে টেকনাফ সীমান্তে বসবাসকারীরা আতঙ্কে রয়েছেন। বিশেষ করে বিকট শব্দে কাপঁছে সাবরাংয়ের সীমান্ত। 

বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত গোলাগুলি-বিস্ফোরণের পাশপাপাশি সীমান্তের আকাশ পথে যুদ্ধ বিমান দেখেছে সীমান্তের বাসিন্দারা। তবে এই চলমান ওপারের যুদ্ধে সাবরাং সীমান্তের ১০-১৫টি ইট-মাটির ঘরের বিভিন্ন অংশ ফাটল হয়েছে দাবি স্থানীয়দের। তবে অনেকের প্রশ্ন ওপারের যুদ্ধের প্রভাবে এপারের সীমান্তের ঘরবাড়ি কি ফাটল হতে পারে? 

সরেজমিনে দেখা যায়, টেকনাফ শহর থেকে ছয় কিলোমিটার দূরে সীমান্তের অবস্থান  সাবরাং আচারবনিয়া পাড়া ও ডেইল্ল্যাবিল গ্রামের। সীমান্তের কাছাকাছি দেড় কিলোমিটারের এর ঠিক ওপারে মিয়ানমারের নুরুল্ল্যা পাড়া। সেখানে যুদ্ধ চলছে। সীমান্তে এপারে এই দুই গ্রামের সীমান্তের কাছাকাছি ছয় হাজারের মানুষের বসতি। সম্প্রতি মিয়ানমারের চলমান যুদ্ধে ১০-১৫টি ঘরবাড়ি ফাটলের ঘটনা ঘটে। তবে বেশির ভাগই বাড়ি-ঘরগুলো ছিল জরাজীর্ণ।

সাবরাং সীমান্তের আচারবনিয়া বেড়ি বাধেঁর পাশে কথা হয় জেলে সৈয়দ হোসেনের সাথে। তিনি বলেন, ‘মিয়ানমারের গোলার শব্দেয় বাড়িতে থাকতে অনেক কষ্ট হয়। কারন সেদেশের মর্টারশেলের বিষ্ফোরণে বাড়ির ও কেঁপে উঠে। এসময় আমরা আতঙ্কে থাকি। বিশেষ করে নারী-শিশুদের নিয়ে সব সময় ভয়ভীতির মধ্যও থাকেতে হয়। এই মূহর্তের (দুপুর ২টায়) আকাশে যুদ্ধ বিমান দেখা যাচ্ছে। হুট করে এসে বোমা ফেলে, চক্কর দিয়ে চলে যায়। সম্প্রতি সময়ে সীমান্তে গোলার শব্দ বেড়েছে। যার কারনে বাচ্চারা ঘুমাতে পারছে না ভয়ে।’  

তিনি বলেন, ‘আমরা সাগরে মাছ ধরতে গেলে, সেখানে লাশ দেখা যায়। তবে যে কোনো সময় কোনো আক্রমণ হবে, এমন ভয়ে আমরা আতঙ্কে থাকি।’ 

আচার বনিয়ার বাসিন্দা নুর মোহাম্মদ (৬০) বলেন, মিয়ানমার থেকে হঠাৎ করে বিকট শব্দে আমার বাড়ির জানালা এবং দরজা চুরমার হয়ে গেছে। আমার বাড়ির রুমে এবং বাইরের দেওয়াল ফাটল হয়েছে। বোমার শব্দে শুনলে আমার ছোট বাচ্চা বাবা বলে কেঁদে ঘুম থেকে উঠে যায়। এরকম হলে যেকোনো সময় ঘরের দেয়াল ধসে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছি।’

সীমান্তের বাসিন্দা ৫৫ বছর বয়সী আমিনা খাতুন জানান, ‘মিয়ানমারের বিস্ফোরণের কম্পনে আমার সুপিস থেকে নিচে পরে থালা বাসন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বাড়ির আলমারির গøাসও ভেঙ্গে গেছে। মনে করছি আমার বাড়ির উপর দিয়ে গুলি বর্ষণ করছে। পাঁচ-ছয় মাস ধরে এরকম আতঙ্কে দিন কাটাচ্ছি আমরা।’

স্থানীয় বাসিন্দা নজির আহমদ (৪০)বলেন, প্রায় পাঁচ মাস ধরে টেকনাফের আচার বনিয়ার ও ডেইল্যা বিল বাসিন্দাদের চোখে ঘুম নেই। কয়েকদিন ধরে ভয়ংকর বোমার শব্দে কাঁপুনিতে আমার সেমিপাকা টিনশেড বাড়ির  দেওয়ালে ফাটল ধরেছে। দেওয়ালের ফাটল আসতে আসতে বড় হচ্ছে। এখন এ ঘরে বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিজের নিরাপত্তার জন্য এখন বাড়িতে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শরীফ বলেন, ‘মিয়ানমারের মংডু শহরের নুরুল্ল্যা পাড়ার পশ্চিম পাশে নাফ নদী। এর প্রস্ত তিন কিলোমিটার। এই নদীর পাড়েই সাবরাংয়ের আছারবনিয়া ও ডেইল্যাবিল গ্রাম। মিয়ানমার বিকট বিস্ফোরণের শব্দে কাঁপছে এ দুই গ্রাম। এ দুই গ্রামটির অন্তত ১৫টি মাটির দেয়ালের বাড়িতে ফাটল হয়েছে বলে স্থানীয় লোকজন অবহিত করেছে। সীমান্তে মর্টারশেলের বিকট শব্দে ঘুমানো যায় না। রাত হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক বেড়ে যায়।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘সম্প্রতি সময়ে আমরা শুনেছি সীমান্তের কয়েকটি বাড়ি-ঘরে ফাটল ধরার ঘটনা ঘটেছে। তবে সেটি কয়েক মাস ধরে ফাটল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে মিয়ানমার সীমান্তে সম্প্রতি সময়ে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। আকাশ পথে যুদ্ধ বিমান দিয়েও বড় যুদ্ধ চলছে সেখানে। নাফনদী থেকে প্রায় সময় সেটি লক্ষ্য করা যায়। এখন আসলে বিষ্ফোরণের কারনে ঘরবাড়িগুলো ফাটল হয়েছে কিনা,সেটি বিশেষজ্ঞের মতামতের একটা বিষয় আছে।’

তিনি আরো বলেন, ‘আমরা বিষয়টি কতৃপক্ষকে অবহিত করেছি। এ নিয়ে আমাদের বিজিবি ও কোস্ট গার্ডও কাজ করছে। যদি কোন রির্সাস প্রতিষ্টান সেটি নিয়ে কাজ করলেও বিষয়টি আরো পরিস্কার হওয়া যেতো। তবে আমরা সীমান্তের লোকজনের খোঁজ খবর রাখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *