নার্সদের দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী 

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল, নোয়াখালী:

নোয়াখালীর চাটখিলে আজ বুধবার সকালে উচ্চ শিক্ষিত, দক্ষ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে পদায়নের  এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সবৃন্দ।  

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করার দাবী জানান তারা। 

কর্মসূচিতে অংশগ্রহণকারী সিনিয়র স্টাফ নার্স শাহিদা আক্তার বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর একটি স্বচ্ছ অধিদপ্তর হয়েও নার্সদের কোন স্বাধীনতা নেই। ২০১৬ থেকে আজ পর্যন্ত অধিদপ্তর দখল করে রেখেছে বিভিন্ন আমলারা, দিনের পর দিন অবিচারের স্বীকার হচ্ছে নার্সরা অথচ নার্সদের কোন দাবীকে কর্ণপাত করছে না কতৃর্পক্ষ ।

এছাড়াও সিনিয়র স্টাফ নার্স নাজমা আক্তার বলেন, নার্সিং এর সবকিছুই আমলারা দখল করে আসছে। 

তবে ১৯৭৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ঐখানে নার্সই ছিল, নার্সই পরিচালনা করেছে। বর্তমানে ২০১৬ সাল থেকে ২০২৪ সালে এসে আমলারা এই এটা দখল করে রেখেছে। নার্সদের কোনপদোন্নতি হচ্ছে না। তাই আর মানা যাবে না, এবার দাবি না মানলে বৃহস্পতিবারও কর্মবিরতি এবং আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নার্সদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *