ধরে নিয়ে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

মাছ ধরতে গিয়ে নাফনদীতে অপহৃত বাংলাদেশে পাচঁ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরকান আর্মি। বুধবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার জলসীমানায় নাফনদীর মাঝখানে নৌকায় টহলরত বিজিবির কাছে হস্থান্তর করা হয়। এর আগে গত সোমবার মাছ শিকারে যাওয়া জেলেদের একটি নৌকা বিকল হলে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যান মিয়ানমারের সশস্ত্র বাহিনী আরকান আর্মি।

বিজিবি ফেরত আসা জেলেদের টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে পৌঁছায়। এসময় জেটি ঘাটে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিইদ্দীন আহমেদ এক সংবাদ সম্মেলনে জেলেদের ফেরত আনার বিষয়টি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ ২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ ও মেজর ছৈয়দ ইশতিয়াক মুর্শেদ।

আরকান আর্মি সাথে আলোচনা মাধ্যমে অপহৃত জেলেদের ফেরত আনা হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে টু-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, ‘ গত সোমবার নাফনদীতে বাংলাদেশি পাচঁ জেলে নাফনদী মাছ শিকার অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে পরে। এসময় তাদের নৌকা ভেসে মিয়ানমার সীমান্তে ঢুকে পরে। এতে খাইং চং নামক জায়গায় থেকে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্টি আরকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ পাচঁ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা তাদের সাথে যোগাযোগ শুরু করি। এক পর্যায়ে আজকে দুপুরে আরকান আর্মি বাংলাদেশী জেলেদের হস্থান্তর করলে, তাদের ফেরত আনা হয়।’
এক প্রশ্নের জবাবে বিজিবির এ কর্মকর্তা জানান, ‘আরকান আর্মির সঙ্গে যোগাযোগ বলতে, পাশবর্তি দেশে সীমান্তে মিয়ানমারে যে সংগঠন থাকুক না কেন দেশের স্বার্থের কথা মাথায় রেখে আরকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়। বাংলাদেশ সীমান্ত বিজিবি ও মিয়ানমার সীমান্তে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এর অংশ হিসেবে পাচঁ জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। পাশাপাশি সীমান্তে যেনকোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই ব্যাপারে তাদের (আরকান আর্মির) সঙ্গেও কথা হয়েছে। যার কারনে সম্প্রতি বাংলাদেশে কোন ট্রলারের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটেনি। এছাড়া আমরা প্রতিনিয়ত সীমান্তে অনুপ্রবেশকারীদের প্রতিহত করছি।’

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন-শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো: আলম, আবদুল মজিদের ছেলে মো:রাসেল মিয়া ও মো: সাইফুল মিয়া, রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন, চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো: রাশেদ

ফেরত আসা নৌকার মাঝি মো. আলম বলেন, ‘আমরা নাফ নদীতে মাছ শিকার করতে গিয়েছিলাম,সেখানে স্পিড বোট নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে মংডুতে তাদের (আরকান আর্মি) একটি ক্যাম্পে রাখা হয়। এসময় আমাদের মারধর করা হয়। পরে রাত ৩ টায় জঙ্গল থেকে পায়ে হেঁটে আরেকটি ক্যাম্পে নিয়ে যায়। প্রথমবার মেরেছিলো আর মারেনি। দুই বেলায় খাবার দিয়েছিল। যেসব এলাকায় কোন মানুষজন নেই। এলাকাগুলো নির্জন, চারদিকে খালি দেখা গেছে। অবশেষে এখন দেশে আসতে পেরে খুশি লাগছে।’

আরেক জেলে মো.বোরহান বলেন, ‘মাছ ধরতে গেলে আমাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়, পরে ভেসে মিয়ানমারের কাছাকাছি চলে গেলে আরকান আর্মি এসে ধরে নিয়ে যায়। এক পর্যায়ে মারধরও করে। রাতে আরকান আর্মি ক্যাম্পে রাতে রাখেন। সেখানে জানানো হয় বিজিবি আমাদের ফেরতের বিষয়ে যোগাযোগ করেছে। এরপর একটু প্রাণে শান্তি পায়। অবেশেষে ফেরত এসে খুব ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *