কালিগঞ্জে জামালপুর আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ খলিলউল্লাহ এর মৃত্্য তে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ আলমগীর মোল্লা, স্টাফ রিপোর্টার‌ঃ 

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ খলিলউল্লাহ এর মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার সকালে জামালপুর আলিম মাদ্রাসার ৩য় তলায় উক্ত মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের আয়োজনে অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোঃ মোছলেহ উদ্দীন। 

শোকসভা ও দোয়া মাহফিলে জামালপুর ফুলকুড়িঁ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং অত্র মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এডঃ সাদেক হোসেন এবং সাবেক শিক্ষার্থী দেলোয়ার মোড়ল এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উত্তর জামালপুর বালিকা দাখিল মাদ্রাসার সুপারএন্টেন

কাজী মোঃ আবু হানিফ, সহ-মৌলভী মাওঃ তোফাজ্জল হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক মোঃ ওমর আলী, সহ-শিক্ষক মোঃ জাকির হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কালীগঞ্জ থানা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন, নিহতের ছেলে শরিফুল ইসলাম, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, সাবেক শিক্ষার্থী সোলায়মান মোড়ল, জাকির হোসেন, রাসেল সরকার, মোতালিব মোল্লা, মাহফুজ হোসেন, সাইফুল ইসলাম, রাজিব, মামুন ব্যাপারী সহ প্রমুখ, বর্তমান শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ।

 দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ক্বারী মোঃ জামাল উদ্দিন। গত ৭ অক্টোবর সোমবার রাত আনুমানিক ৯ দিকে ঢাকা হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণি করেন।

 মরহুম মাওঃ খলিলউল্লাহ কাপাসিয়া থানার দুর্গাপুর ইউনিয়নের বেগুনহাটি গ্রামের আব্দুস সহিদ এর ছেলে। 

জীবদ্দশায় তিনি স্ত্রী, ৩ জন পুত্র , ১ জন কন্যা সন্তান, নাতী-নাতনী, শিক্ষার্থী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। মরহুম মাওঃ খলিলউল্লাহ এর জানাজার নামাজ গতকাল ৮ অক্টোবর বিকাল ৩ টায় কাপাশিয়া থানার দুর্গাপুর ইউনিয়নের স্থানীয় বেগুনহাটি ফাজিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। 

নামাজে জানাজায় আলেম- ওলামা, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে। নামাজ শেষে উপস্থিত সকলে দোয়া করেন মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *