দুর্যোগ পরবর্তী পুনবার্সন সংক্রান্ত কমিটির সভা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় দুর্যোগ পরবর্তী পুনবার্সন সংক্রান্ত  কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরের দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান।

এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগ (AFD) এর প্রতিনিধি, কৃসি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য জরিপ কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রণ,  সোনালী ব্যাংক পিএলসি এজিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়পুর, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর জেলা আইসিটি অফিসার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রায়পুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা, রামগঞ্জ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা, রামগতি উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা, কমলনগর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি জেমস নির্বাহী কর্মকর্তা, মহিলা প্রতিনিধি সাবেরা আনোয়ার, বৈষম্য ছাত্র আন্দোলন প্রতিনিধি ইমরান হোসাইন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর প্রতিনিধি সোপিরেট নির্বাহী পরিচালক, মাইক্রো ক্রেডিট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি জেলা সমন্বয়ক ব্র্যাক, ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি ফার্মেসি মালিক সমিতি সভাপতি আরিফ মাহমুদ কাজল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস, বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীপুর জেলা ক্যাপ্টেন ইশতিয়াক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *