নদীতে ঝুলন্ত বৈদ্যুতিক তারে শক লেগে নদীগর্ভে নিখোঁজ নৌচালক 

বিপ্লব ইসলাম : লংগদু( রাঙ্গামাটি) :

রাঙ্গামাটির লংগদুতে নদীর উপর ঝুলন্ত বৈদ্যুতিক তারে শক লেগে নদীতে পরে ট্রলারের চালক আব্দুল করিম (১৮)  নিখোঁজ রয়েছে।

রবিবার  (১৫ সেপ্টেম্বর)  রাত আনুমানিক ৮ টার সময় লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় এঘটনা ঘটে।নিখোঁজ আব্দুল করিমের বাড়ি ৪নং বগাচতর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মারিশ্যারের অফিসটিলা এলাকায়।

নিখোঁজ আব্দুল করিমের বাবা নুর মোহাম্মদ জানায়, সন্ধ্যায় আমার ছেলে সোহেলের ভাড়া নিয়ে আমাদের ইঞ্জিন চালিত বোট নিয়ে গাঁথাছড়া থেকে খাঁচা আনার জন্য যায়। পথিমধ্যে  গাঁথাছড়া কারিগর টিলা থেকে সিলেটি পাড়া কাপ্তাই লেকের উপর লম্বা টানা বৈদ্যুতিক মেইন তারের সাথে শক লেগে পানিতে পড়ে ডুবে যায় আমার ছেলে। এখনো খোঁজে পাচ্ছিনা ছেলেকে।

স্থানীয়রা ও সচেতন মহল বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস এর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ বিভাগ এতো ভয়ংকর ও বিপদজনক ভাবে কি করে বিদ্যুৎ এর মেইন তার  এতো বড় টানা দিয়ে নদীর এপার থেকে ওপার নেয়। শীঘ্রই এর সুন্দর সমাধান না করলে আন্দোলন গড়ে তুলতে হবে।

অপর দিকে লংগদুতে কাপ্তাই লেকের পানিতে পড়ে বিভিন্ন সময় দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিলো বেশ কয়েকজন। লংগদু ফায়ারসার্ভিস অফিসে কোনরকম ডুবুরি না থাকায় তারা উদ্ধার অভিযানে ব্যর্থ হয়েছে। এমন কি মাস কয়েক আগে ভাসান্যাদম এলাকার আক্কাস আলীকে তো এখন পর্যন্ত নদী গর্ভ থেকে খোঁজে পাওয়া যায়নি। দ্রুত ফায়ারসার্ভিসের জনবল বৃদ্ধি  করার দাবী জানিয়েছে স্থানীয়রা।

বর্তমানে স্থাননীয়দের সহযোগীতায় স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *