দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে: আতিকুর রহমান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ উপহার প্রদান করা হয় আজ শনিবার। 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। 

আজ শনিবার দুপুরের দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতিকুর রহমান।

ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের লক্ষ্মীপুর  জেলা প্রধান উপদেষ্টা এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা উপদেষ্টা এ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

লক্ষ্মীপুর জেলা সাধারন সম্পাদক মাষ্টার মমিনুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি আবুল খায়ের মিয়া, লক্ষ্মীপুর শহর সভাপতি এ্যাডভোকেট মঞ্জুরুল আলম মিরন। 

উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা সভাপতি ডা. আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা সাধারন সম্পাদক মাওলানা নাছির উদ্দিন, লক্ষ্মীপুর শহর সহ সাধারন সম্পাদক এ্যাডভোকেট এমরান হোসেন পরান, শরীফ হোসেন শ্যামল প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে খুনিদের চিহ্নিত করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। পরাজিত হাসিনা সরকার প্রশাসনকে শতভাগ দলীয়করণ করেছে, প্রশাসনের রন্দ্রে রন্দ্রে দালালরা এখনো অধিষ্ঠি রয়েছে।

হাজার-হাজার শহীদ ও আহত ছাত্র-জনতার জীবন এবং রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমরা নস্যাৎ করতে দেবনা। আগামী দিনে যে সংস্কার হবে সেখানে দেশের সাড়ে সাত কোটি শ্রমিকের স্বার্থ চিন্তা করতে হবে। শ্রমিকের স্বার্থ উপেক্ষা করে দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। 

উক্ত অনুষ্ঠানে আন্দোলনে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারের মাঝে নগদ অর্থ উপহার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *