পুলিশ কর্মকর্তার উপর হামলা কারী ছাত্ররা ক্ষমা চাইলেন

মোঃ শফিক তপাদার, চাঁদপুর :

চাঁদপুর সদর মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক আব্দুস ছামাদকে লাঞ্ছিত করার ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা। এসময় তারা ভুল করেছেন। আর কখনো এমন করবেন না।

এমন সব কথা বলে হাতে পায়ে ধরে ক্ষমা চান ওই পুলিশ কর্মকর্তার কাছে শিক্ষার্থীরা। এতে মানবিকতার পরিচয় দিয়ে তিনি শিক্ষার্থীদের ভুলের জন্য ক্ষমা করে দেন।

তিনি বলেন,‘আমার ছেলেও বিশ্ববিদ্যালয়ে পড়ে। তোমরাও তো আমার সন্তানের মতো। ছেলেরাও বাবা-মা এবং শিক্ষকদের সঙ্গে ভুল করে। তাই বলে সংশোধন করার সুযোগ দিতে হয়। আশা করছি-ভবিষ্যতে তোমরা বড়দের সম্মান করবে। ছোট-বড় কেউ ভুল করলে তাকেও শোধরানোর সুযোগ দিতে হবে।’

এর আগে সোমবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় একদল শিক্ষার্থী দলবেঁধে এসে চড়াও হয় ওই পুলিশ কর্মকর্তার ওপর।

প্রসঙ্গত,শহরের কোড়ালিয়া এলাকায় একটি মামলার তদন্ত করতে গিয়ে বিবাদমান দুপক্ষের রোষানলে পড়েন পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদ। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা একটি পক্ষ নিয়ে থানায় এসে চড়াও হয় ওই পুলিশ কর্মকর্তার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *