নোয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখা। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চাটখিল পৌরসভার শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নোয়াখালী জেলা উত্তর ছাত্র শিবিরের সভাপতি আরিফুর রহমান এর সঞ্চালনায় ও চাটখিল উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রম এর সভাপতি উষা রঞ্জন পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শূরা কমিটির সদস্য মাওলানা সাইফুল্যাহ, উপজেলা জামায়াতের আমীর ও চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দীন হাসান, চাটখিল পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আকতার হোসেন, চাটখিল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র পাল, চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিন, চাটখিল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক দেবনাথ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি রতন চন্দ্র মজুমদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের শূরা কমিটির সদস্য মাওলানা সাইফুল্যাহ বলেন, ‘আমাদের ধর্ম ভিন্ন হলেও আমরা শারীরিক গঠনে এক। আমাদের এদেশে অভাব ছিলো না। শাসনের নামে একদল আমাদের অধিকার হরণ করেছে, এদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এদেশে কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।’

অন্যদিকে উপজেলা জামায়াতের আমীর ও চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দীন হাসান বলেন, ‘আমাদের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে এদেশে দুই পয়সারও দূর্নীতি করেনি। আমরা কখনো ভিন্ন ধর্মের কারণে ভেদাভেদ করিনি। কোনো লুটেরার হাতে এদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না।’

শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে সভাপতি উষা রঞ্জন পাল জানিয়েছেন, ‘দেশের পরিবেশ পরিস্থিতি ও  অবস্থার পুরোই পরিবর্তন হয়েছে, রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। যে কারণে মানুষের আশা আকাঙ্ক্ষাও বেড়েছে।’ 

জামায়তের আমীর ডা. শফিকুর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নিজের নামে এতোগুলো মামলা থাকার পরেও তিনি প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন। এমন মনোভাব ও চিন্তা চেতনার মানুষ এ সমাজে খুবই কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *