তোলা হলো কবর থেকে আন্দোলনে নিহত সাদ আফনানের লাশ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী সাদ আল আফনানের লাশ দাফনের ১ মাস অর্থাৎ ৩০ দিন পর উত্তোলন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মামলার তদন্তের স্বার্থে লক্ষ্মীপুর জেলা শহরের ঢাকা-রায়পুর সড়কের বাস টার্মিনাল এলাকায় কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়।

সাদ আল আফনানের মা নাছিমা আক্তার শোকে বাকরুদ্ধ নিষ্পলক তাকিয়ে ছিলেন। মা ও স্বজনদের আহাজারিতে আরও ভারী হয়ে উঠে পুরো এলাকা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী ও মামলার তদন্ত কর্মকর্তা লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই কামাল হোসেনের উপস্থিতিতে কবর থেকে আফনানের লাশ উত্তোলন করা হয়। 

পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে আফনানসহ ৪ শিক্ষার্থী আওয়ামী লীগ ও যুবলীগের গুলিতে নিহত হয়। 

পরবর্তীতে ১৪ আগস্ট রাতে সাদ আফনানের মা নাছিমা আক্তার বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬’শ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী সাদ আফনানের মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *