রায়পুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা :

নরসিংদী রায়পুরায় ওলিপুরা ইউনিয়নে বোয়া মারা গ্রামে  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সম্মেলন করেছেন ৬ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার কাজল মিয়া। 

কাজল মিয়া বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ার পর হইতে অদ্যবধি পর্যন্ত ছাত্রলীগ সন্ত্রাসীদের ভয়ে ইউনিয়ন পরিষদের কোন কার্যকলাপে অংশগ্রহণ করিতে পারি নাই এবং ইউনিয়ন পরিষদ কোন মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করিতে পারি নাই। বোয়ালমারা গ্রামের সন্ত্রাসী আলমগীর, মহসিন মিয়া , জাকির হোসেন  ও মনিরুজ্জামান সহ ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল রহি আছে তাদের ভয়ে এলাকাবাসীর মুখ খুলতে পারেনা, কোন পরিবার বাড়ি তৈরি করলে এবং জমি বিক্রি করলে  তাদেরকে নির্ধারিত পরিমাণ চাঁদা দিতে হয় গ্রামবাসী সহ উক্ত ঘটনার প্রতিবাদ করতে গেলে আমার বিরুদ্ধে জাকির হোসেন ( ৪২)পিতা সিদ্দিক মিয়া আমার বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নরসিংদী একটি চাঁদাবাজির মামলা করে সিআর মামলা নং ৮০১ রায়পুরা থানা। মেম্বার কাজল মিয়া জানান যে আমি এলাকাবাসীর পরামর্শ ক্রমে বোয়ালমার গ্রামকে চাঁদা মুক্ত করার লক্ষ্যে গ্রামবাসীদের সহযোগিতায় চাঁদাবাজদের বিরুদ্ধে দুইটি মামলা করি, মামলা করার পর হইতে আলমগীর, মহসিন জাকির হোসেন ও মনিরুজ্জামান এর দল আমাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে হুমকি-ধুমকি দিয়ে যাচ্ছে, উক্ত ঘটনার প্রতিবাদে আজ বিকাল ৩ ঘটিকার সময় বোয়াল মারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে সংবাদ সম্মেলনের আয়োজন করি, উক্ত সংবাদ সম্মেলনে   গ্রামের নারী পুরুষ ও  সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে সন্ত্রাসদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমি প্রশাসনের কাছে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *