নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি -৩ (আরইআরএমপি-৩)’ শীর্ষক প্রকল্পের সুবিধাভোগী নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনিক ভবনের ২য় তলার সভাকক্ষে এসব চেক ও সনদ বিতরণ করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আদনান চৌধুরী।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রবিউল হোছাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আদনান চৌধুরী, ও কমিউনিটি অর্গানাইজার (সিও) আলতাফ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উক্ত প্রকল্পের কক্সবাজার জেলার সিনিয়র কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। 

সভায় বক্তব্যে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা  রবিউল হোছাইন বলেন, ৪ বছরের এই প্রকল্পটি শেষ হওয়ায় তাদের পারিশ্রমিক থেকে সঞ্চয় করা টাকার জনপ্রতি ১ লাখ ১৭ হাজার টাকা করে মোট ৫৭ জন দোস্ত নারীকে চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আদনান চৌধুরী উক্ত সঞ্চিত টাকা লাভ জনক খাতে ব্যয় করার জন্য ৫৭ জন নারী কর্মীদের পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *