নয় বছর আগে ‘গুমের শিকার’ মোস্তাকের ফেরার অপেক্ষায় মা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

দশ বছর আগে সন্ধ্যায় বাড়ির সামনে থেকে ‘গুমের’ শিকার হন কক্সবাজারের টেকনাফের মোস্তাক আহমেদ। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমদের বড় ছেলে।

পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তাঁকে তুলে নেওয়া হয়। পরের দিন স্বজনেরা বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরনা দিয়ে কোনো সন্ধান পাননি। মোস্তাক আহমেদ মা আমেনা খাতুন এখনো ছেলের ফেরার অপেক্ষায় আছেন। তাঁর বিশ্বাস, এক দিন তাঁর মোস্তাক ফিরবেন।

রবিবার বিকেলে টেকনাফ পৌরসভাস্থল পুরান পল্লান পাড়ায় নিজ বাড়িতে অন্তর্র্বতী সরকারের আমলে সুবিচার পাওয়ার আশা জাগিয়ে এমন মন্তব্য করেন মা আমেনা খাতুন। এর আগে ২০১৫ সালের ১১ আগস্ট রাতে নিজ বাড়ির সামনে থেকে মোস্তাককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কয়েকজন লোক অস্ত্রের মুখে ধরে করে বলে তাঁর পরিবারের সদস্যরা দাবি করেন। তাঁরা জানান, অপহরণকারীরা মোস্তাককে গাড়িতে তুলে নিয়ে কক্সবাজারের দিকে চলে যায়।

আমেনা খাতুন বলেন, ‘মাঝে মধ্যে নিখোঁজ ব্যক্তিদের ফিরে আসার খবর পাই। সম্প্রতি আয়নাঘর থেকে গুম হওয়া লোকজন ফেরার কথা শুনেছি। এসব শুনে ছেলেকে ফিরে পাওয়ার আশা জাগে। ছেলে নিখোঁজ হওয়ার পর ১০ বছর পার হয়ে গেছে। এখনো ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় থাকি। আমার বিশ্বাস ছেলে বেঁচে আছে, এক দিন (মোস্তাক) ফিরবেন।’

ছেলের স্মৃতিচারন করে অশ্রæভেজা চোখে আমেনা খাতুন বলেন, ‘বিয়ের চার মাসের পর ছেলেকে ধরে নিয়ে যান। কিন্তু আমার ছেলে কোন খারাপ কাজে জড়িত ছিলনা। এলাকাজুড়ে ছেলের ব্যাপক জনপ্রিয়তা ছিল। হিন্দু-মুসলিম সবাই আমার মোস্তাককে ভালোবাসে। তাঁর জন্য এখনো এলাকার লোকজন কান্নাকাটি করে। অনেক জায়গায় খোঁজাখুজি করছি, কোন খবর পায়নি। ইউনুছ সরকার আসার পর ‘আয়নার ঘর’ থেকে গুম হওয়া লোকজন বেরিয়ে আসছে। আমার ছেলেও ফিরবে, বিশ্বাস আমার।, 

আর কেউ নেই, একটি মাত্র আমার সন্তান উল্লেখ করে আমেনা বলেন, ‘আমার বিশ^াস দেশে অনেক আয়না ও গুমের ঘর রয়েছে, সেখানে আমার ছেলে থাকবে। আমার মন বলছে, সে এখনো বেঁচে আছে। বর্তমান সরকার সহযোগিতা করলে আমার ছেলেও ফিরে আসবে।, 

তিনি আরো বলেন, ‘তাঁর বাবা রাজনৈতিকের জড়িত ছিল। হয়তো এ কারনে এ ঘটনা ঘটেছে। সর্বশেষ ছেলের ফোনের লোকেশন ছিল ঢাকার লাকসামে। সরকার বদল হওয়ার পর আস্তে আস্তে গুম হওয়া লোকজন ফিরে আসছে। আরো অনেক গুম ঘর আছে, সেখানে খোঁজ নিয়ে আমার ছেলেসহ গুম হওয়া অনেক মায়ের সন্তানরা ফিরে আসবে। আমি সুস্থ বিচার চায়। এমন একটা দিন আসবে ছেলে ফিরে এসে, জড়িয়ে ধরে কান্না করবে আমাকে আর বলবে মা আমি ফিরে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *