নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের ভয়াবহ বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সদর উপজেলার কুশাখালী এলাকায় ত্রান বিতরণ করেন শায়খ আহমাদুল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ বলেন, বন্যার্তদের পরিবারের জন্য ত্রাণের আয়োজন করা হয়েছে । আস-সুন্নাহর পক্ষ থেকে পরিবারের জন্য শুকনো খাবারের পাশাপাশি ভারি খাবার তথা চাল, ডাল, তেল, জামাকাপড় ইত্যাদির প্যাকেট দেওয়া হবে।
এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ত্রাণসামগ্রি হস্তান্তর করা হয়।
হেলিকপ্টার ও বোটের মাধ্যমে সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লার অতি দুর্গম এলাকায় বিতরণ করা হয়।
এর আগে গত ২৪ আগস্ট ত্রাণবাহী স্বেচ্ছাসেবী দল নিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার একটি দুর্গম এলাকায় পৌঁছে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেন শায়খ আহমাদুল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব। সুবিদিত ও বিদগ্ধ আলোচক। লেখালেখি, গবেষণা-আলোচনা, সভা-সেমিনারে লেকচার, নানামুখি দাওয়াতি কার্যক্রম পরিচালনা, উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশ গ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়াসহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমেদ্বীন।
দেশে-বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়াহ— ছড়িয়ে দিতে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’। করোনাকালীন সময়ে ও হালে তার প্রতিষ্ঠানটি সময়োপযোগী নানা উদ্যোগ নিয়ে সর্বমহলে আলোচিত ও প্রশংসিত হয়েছে। ঠিক তেমনি ভাবে কাজ৷ করে যাচ্ছেন বর্তমান বন্যার্তদের পাশে।