লক্ষ্মীপুর সদর উপজেলা আ. লীগের সভাপতি ঢাকায় আটক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারীকে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে আটক করা হয়। 

গত মঙ্গলবার (২০ আগস্ট) রাতে  শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

তিনি বর্তমানে বসুন্ধরা ভাটারা থানা হেফাজতে রয়েছেন।

গতকাল বুধবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা হুমায়ুন কবির পাটওয়ারীকে আটকের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে বলে ভাটারা থানা থেকে আমাদেরকে নিশ্চিত করেছে। ভাটারা থানা পুলিশ তাকে আদালতে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করবেন। হুমায়ুন কবির পাটওয়ারী শিক্ষার্থী সাব্বির হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি।

কবির পাটওয়ারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের মামা।

পুলিশ সূত্র জানায়, রোববার (৪ আগস্ট) লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে চার শিক্ষার্থী নিহত হন। এর মধ্যে সাব্বির হোসেন রাসেল হত্যার ঘটনায় ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। ১৪ আগস্ট সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

ঢাকায় আটক কবির পাটওয়ারী এ মামলার ৪ নং আসামি। এছাড়াও ৪ আগস্ট দায়িত্বরত কাজে বাধাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০০ জনের নামে মামলা দায়ের করা হয়। ১২ আগস্ট লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলার ৫ নং আসামি কবির পাটওয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *