১৯ জনের বিরুদ্ধে থানায় বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র হামলা ও হুমকির অভিযোগে টেকনাফ সরকারী কলেজের ছাত্র সাইফুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

গতকাল রোববার (১৮) আগষ্ট টেকনাফ মডেল থানায় দায়ের করা অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সরওয়ার আলমকে প্রধান করে ১৯ জনের নাম উল্লেখ করা হলেও ৩০/৪০ কে আজ্ঞাত বলে দাবী করা হয়েছে।

বাদী অভিযোগ পত্রে উল্লেখ করেন, গত ১৮ জুলাই  আমরা ছাত্র-জনতা টেকনাফ পৌরসভা ঝর্ণা চত্বরে রাস্তার পাশে শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচি পালনকালে অভিযোগে উল্লেখিত কয়েকজন সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে আমাদেরকে মারধর করে ও মামলা ভয় দেখিয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করতে বাঁধা দেয়। তার প্রতিবাদে আমরা পৌরসভা ঝর্ণা চত্বরে ৪ আগষ্ট প্রতিবাদ কর্মসূচি তারিখ ঘোষণা করি। কিন্তু বিবাদীরা ৩ আগষ্ট টেকনাফ আওয়ামীলীগ অফিসে সভা ডেকে স্বৈরাচার শাসকের দূসর বিতর্কিত এমপি আবদুর রহমান বদি ও জাফর আহমদ এবং টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর সহ অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দেন। ৫ আগষ্ট দুপুরে ঢাকায় আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্তসহ আরো অনেক শহীদদের হত্যাকান্ডের প্রতিবাদে আমরা ছাত্রজনতা স্বৈরাচার সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে মিছিল সহকারে টেকনাফ ঝর্ণা চত্ত্বরে অবস্থান নিলে বিবাদীগণসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন সশস্ত্র সন্ত্রাসী আমাদের আন্দোলনকে প্রতিহত করার প্রচেষ্ঠায় আগ্নেয়াস্ত্র দ্বারা এলো পাথারী গুলি বর্ষণ করে টেকনাফ পৌরসভা এলাকায় আধিপত্য বিস্তারে জনমনে ত্রাস সৃষ্টি করে।

অভিযোগের বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গণি বলেন, ‘ছাত্রদের পক্ষ থেকে হাতে একটি অভিযোগ পেয়েছি। ইতি মধ্য তদন্ত কাজ শুরু হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে সত্যতা পেলে তাদের বিরুদ্বে আইনী ব্যবস্থা নেয়া হবে’

জানতে চাইল প্রধান অভিযুক্ত সরওয়ার আলম বলেন, ‘টেকনাফে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন ধরনের অপীতিকর ঘটনা ঘটেনি। একটি মহল রাজনৈতিক পায়দা নিতে ছাত্রদের ব্যবহার করছে। বিষয়টি খুব দুঃখজনক। এভাবে চলছে ছাত্রদের এ আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে।’ 

এ বিষয়ে সাবেক সাংসদ আব্দুর রহমান বদির মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া না গেলেও কথা বলতে রাজি হয়নি টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *