হেলিকপ্টারের শব্দে দৌড়ে যেতাম, এখন শব্দে ভয় লাগে

বাইরে মুহুর্মুহু গুলি। একের পর এক কান ফাটানো সাউন্ড গ্রেনেড। আকাশে হেলিকপ্টারের ঘুরপাক। যেন যুদ্ধাবস্থা! এ পরিস্থিতিতে ভয়ার্ত মুমতাহিনা নাজ (১৭) নিজেদের সাত তলার ফ্ল্যাট থেকে দৌড়ে একই ভবনের ৯ম তলায় খালার বাসায় ছোটে। 

সেখানে গিয়ে শোবার ঘরে দাঁড়িয়ে খালাতো বোন মহাসিনা আফনান আয়েশার (১২) সঙ্গে কথা বলছিল নাজ। রুমের বারান্দার কাচের কিছু অংশ ছিল খোলা। হঠাৎ বারান্দার খুব কাছ দিয়ে হেলিকপ্টার উড়ে যায়। তখনই বিকট শব্দ, মুহূর্তেই মেঝেতে ঢলে পড়ে নাজ। প্রথমে টের না পেলেও রক্ত দেখে বুঝতে পারেন, বুলেট এসে আঘাত করেছে পায়ে। প্রাণঘাতী বুলেট বারান্দার গ্রিল ভেদ করে শোবার রুমে ছুটে আসে। গুলিটি নাজের ডান পায়ে ঢুকে বাম পায়ের হাঁটু দিয়ে ভেদ করে পাশে দাঁড়ানো মহাসিনা আফনান আয়েশার পায়ে বিদ্ধ হয়। গুলিতে নাজের বাম পায়ের হাঁটুর হাড় কয়েক টুকরো হয়ে গেছে। আর ডান পায়ের হাঁটুর নিচের অংশের হাড় ভেঙেছে আয়েশার।

ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে এ ঘটনা। ওই দিন রাজধানীর মোহাম্মদপুরের বছিলার ওয়েস্ট ধানমন্ডি হাউজিংয়ের এ ব্লকের ৪ নম্বর সড়কের একটি ভবনের ৯ম তলার ফ্ল্যাটে গুলিবিদ্ধ হয় তারা। শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে তখন র‍্যাব নির্বিচারে গুলি চালিয়েছিল। 

স্থানীয়দের দাবি, আকাশে থাকা হেলিকপ্টার থেকেও আবাসিক এলাকায় একের পর এক সাউন্ড গ্রেনেড ও গুলি চালানো হয়। বহু বাড়ির ছাদ, বারান্দায় গুলির চিহ্ন রয়েছে।

মুমতাহিনা নাজ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার এইচএসসি পরীক্ষার্থী। তার বাবা মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ ব্যবসায়ী। মা শাহনাজ বেগম রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চাকরি করেন। মোহাসিনা আফনান আয়েশা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা মোহাম্মদ আলী ভুঁইয়া ছয় বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এর পর থেকে মা জীবন নাহার জলি একটি পাঁচ তারকা হোটেলে চাকরি করে সংসার সামলাচ্ছেন।গতকাল রোববার দুপুরে বছিলার নাজ ও আয়েশার বাসায় গিয়ে দেখা যায়, বিষণ্ন মনে বিছানায় শুয়ে আছে নাজ। উঠে বসার শক্তি নেই। 

নড়াচড়া করতে পারছে না কারও সহায়তা ছাড়া। গুলিবিদ্ধ হওয়ার পর ২৫ দিন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ১১ আগস্ট বাসায় ফেরে নাজ। এর পর থেকে বিছানার সঙ্গেই তার সখ্য। 

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত নাজ বলে, ‘সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজ শেষে বছিলা সেতুর মুখে সড়কে অবস্থান নেয় হাজার হাজার মানুষ। পরে বিকেল ৫টার দিকে পুলিশ তাদের দিকে গুলি শুরু করে। ওই সময় হেলিকপ্টার ঘন ঘন চক্কর দিচ্ছিল। হেলিকপ্টার থেকে চলছিল মুহুর্মুহু গুলি। বাসার পাশে থাকা র‍্যাব-২ এর ক্যাম্পের ছাদ থেকেও গুলি করা হচ্ছিল। 

এসব দেখে সাত তলার ফ্ল্যাট থেকে ৯ তলায় খালার ফ্ল্যাটে ছুটে যাই। সেখানে গিয়ে শোবার ঘরে দাঁড়িয়ে খালাতো বোন আয়েশার সঙ্গে কথা বলার সময় গুলি লাগে আমার ও আয়েশার পায়ে। প্রথমে দুই পা অবশ লাগছিল। ভেবেছিলাম, পা ঝিঁঝিঁ করছে। হঠাৎ দেখি রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে।’ 

নাজ বলে, ‘একটি হেলিকপ্টার একেবারে নিচ দিয়ে যেতে দেখেছি। তারপরই পা অবশ হয়ে যাওয়া টের পেয়েছি। বাসার ভেতরে শোবার ঘরে থেকেও গুলিবিদ্ধ হতে পারি– সেটা কল্পনাও করিনি। 

আমার ঘরই সবচেয়ে নিরাপদ জায়গা। সেই ঘরেও নিরাপদ থাকতে পারলাম না! আমরা বারান্দায়ও ছিলাম না। বারান্দা থেকে তিন-চার হাত দূরে শোবার ঘরে ছিলাম। যে মুহূর্তে আমার পায়ে গুলি লেগেছে, তখন রক্ত দেখেও আমার বিশ্বাস হচ্ছিল না যে, আমার পায়ে গুলি লাগতে পারে।’

নাজ আরও বলে, ‘এইচএসসি পরীক্ষা ভালোই চলছিল। ৭টা বিষয়ের পরীক্ষা হয়েছে, এখনও ৬টা বাকি। শুনেছি, বাকি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ সময়ের মধ্যে তো আমার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। গুলিবিদ্ধ হওয়ার পর দু’বার অপারেশন হয়েছে। পায়ে ৪টি রিংসহ শিক লাগানো হয়েছে।

 শোয়া থেকে উঠতে বসতেও পারি না। চিকিৎসক ১৫ দিন পর আবার হাসপাতালে যেতে বলেছেন। তখন হয়তো বোঝা যাবে পায়ে লাগানো রিং ও শিক কতদিন পর খোলা যাবে। তাই সরকারের কাছে দাবি, বিশেষ ব্যবস্থায় বাসা থেকে যেন আমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিংবা যেসব পরীক্ষা দেওয়া হয়েছে তার ভিত্তিতে ফল দেওয়া হোক। 

আমি চাই না কোনোভাবেই আমার পড়ালেখা থেমে থাকুক।’

নাজ যখন কথা বলছিল তখন পাশে বসে ফুঁপিয়ে কাঁদছিলেন মা শাহনাজ বেগম। তিনি বলেন, ‘মেয়েটা যখন গুলিবিদ্ধ হয় তখন অ্যাম্বুলেন্সের জন্য প্রায় ১০০ হাসাপাতালে ফোন করেছি। কেউ একটা অ্যাম্বুলেন্স দিতে রাজি হলো না। পরে অনেকের সঙ্গে যোগাযোগ করে ৩৫ হাজার টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে পঙ্গু হাসপাতালে গিয়েছি। গুলিবিদ্ধ হওয়ার পর মেয়েকে হাসপাতালে নিতে সাড়ে ৫ ঘণ্টা লেগেছে। র‍্যাব রাস্তা বন্ধ করে গুলি তাক করে দাঁড়িয়ে ছিল। ভয়ে আমরা সাভারের আমিনবাজার হয়ে হাসপাতালে যাই।’

বারুদ কণ্ঠে শাহনাজ বেগম বলেন, ‘এটা কোন দেশ, যে দেশে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা একটা শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স দিচ্ছে না। প্রাইভেট হাসপাতালে ভর্তি করছে না। র‍্যাব-পুলিশ হাসপাতালে যেতে দিচ্ছে না।’ 

অঝোরে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘মেয়েকে নিয়ে যখন পঙ্গু হাসপাতালে ছিলাম তখন দেখেছি আশপাশের অনেক রোগী মারা যাচ্ছে। ৩০ থেকে ৪০ জন ছেলেমেয়ের পা কেটে ফেলেছে। এসব দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। তখন ডাক্তারদের হাতে-পায়ে ধরে বলেছি, আমার মেয়ের পা কাটবেন না। দু’বার অপারেশন হয়েছে। কত দিন লাগবে সুস্থ হতে, জানি না। দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ বহন করাও কষ্টসাধ্য। আমার আবেদন, এ সরকার যেন সব ছেলেমেয়ের ভালো চিকিৎসার ব্যাবস্থা করে।’

 শাহনাজ বলেন, ‘আমার দুই ছেলে এক মেয়ে। একটা ছেলে আমেরিকায় গুগলে চাকরি করে। মেয়েটা খুবই মেধাবী। আগে ঘর মাতিয়ে রাখত, এখন সারাক্ষণ শুয়ে থাকে। একটা বুলেট আমার মেয়ের জীবনটা এলোমেলো করে দিল!’

২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল নাজ। সেই মেয়ের পড়াশোনায় যেন কোনোভাবেই ব্যাঘাত না ঘটে, এটুকুই শুধু চাওয়া বাবা কামাল উদ্দিন আহমেদের।

একই ভবনের নবম তলার ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, চেয়ারে বসে ক্ষতবিক্ষত ব্যান্ডেজ মোড়ানো পা টেবিলের ওপর তুলে রেখেছে আয়েশা। এ বাসাতেই গুলিবিদ্ধ হয়েছে দু’বোন। আয়েশা বলে, ‘নাজ আপু এসে আমাদের সবাইকে সাবধানে থাকতে বলছিল। সে সময়ই আমরা গুলিবিদ্ধ হই। গুলি বাসার বারান্দা পেরিয়ে জানালা দিয়ে এসে আমাদের পায়ে লেগেছে। গুলিটা নাজ আপুর দুই পা ভেদ করে আমার পায়ে বিদ্ধ হয়। আমার বন্ধুরা আজকে স্কুলে গেছে, আনন্দ করছে। আমি বাসায় বসে আছি। হেলিকপ্টার খুব পছন্দ করতাম। এখন হেলিকপ্টারের আওয়াজ শুনলেই ভয় লাগে। কত দিন বারান্দায় গিয়ে আকাশ দেখি না! প্রতিনিয়ত আতঙ্ক তাড়া করে– বারান্দায় গেলে যদি আবার বুলেট ছুটে আসে!’

কথা বলতে বলতে আয়েশার চোখে ক্রোধ আর ঘৃণার বহিঃপ্রকাশ। ক্ষুব্ধ কণ্ঠে ছোট্ট এ শিশুর উচ্চারণ, ‘এমন বাংলাদেশ আর চাই না। যারা এই দেশকে নরক বানিয়েছে, যারা বেডরুমে শিশুর ওপরেও গুলি চালিয়েছে, তাদের কঠিন শাস্তি দিতে হবে। আমরা নতুন সরকারের কাছে বিচার চাই।’ 

সূত্র : সমকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *