বদিকে প্রধান করে ৩৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি :

সরকার পরিবর্তনের পর কক্সবাজারে টেকনাফে ব্যবসা প্রতিষ্টানে ব্যাপক ভাংচুর, লুটপাট ও হামলার অভিযোগে সমালোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে প্রধান দেখিয়প ৩৩ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এজাহারে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি কার হয়েছে।  

আজ বুধবার (১৪ আগষ্ট) কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে লিখিত অভিযোগটি দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা ৭০/৮০ জন সশস্ত্র সন্ত্রাসী রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর আওয়ামীলের বিতর্কিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদির নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন পেট্রোল পাস্প, আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন সহ আরো বেশ কটি স্থাপনায় সশস্ত্র হামলা চালায়। এতে ব্যাপক গুলাগুলি ও ভাংচুরের পাশাপাশি দোকানপাট লুটপাট করে তার অনুসারীরা।

এ বিষয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উসমান গনি বলেন, ‘হাতে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *