সেন্টমার্টিনে দ্বীপবাসীদের মাঝে কোস্টগার্ডের  খাদ্য সামগ্রী বিতরণ

টেকনাফ (কক্সবাজার) :

টেকনাফের সেন্টমার্টিনে দ্বীপবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার ২ আগস্ট দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন এ খাদ্য সামগ্রী পরিবহন কিছুটা দুরুহ হওয়ায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ মনসুর আলী সেন্টমার্টিনে খাদ্য সামগ্রী পৌছে দেয়। সেন্টমার্টিনদ্বীপের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসিদের মাঝে দুইদিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে কোস্টগার্ড। এই কর্মসূচির আওতায়  ২ আগস্ট শুক্রবারে দ্বীপবাসিদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেছে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ মনসুর আলী।

তিনি আরও বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রমে অধিনায়ক বিসিজিএস মনসুর আলী কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম, (এনডি), এএফডব্লিউসি, পিএসসি, বিএন ও স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেঃ কমান্ডার মোঃ মিজানুল হক ইমরান, (এক্স) বিএনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় এক হাজার পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *