সাগরে ট্রলার ও স্পিডবোট ডুবে নিখোঁজ ২জনের মরদেহ উদ্ধার 

 টেকনাফ কক্সবাজার প্রতিনিধি :

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোট ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিখোঁজ দুজনের মরদেহ পাওয়া গেছে। তারা হলেন– প্রয়াত আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮) ও প্রয়াত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০)। এদের মধ্যে ইসমাইল ছিলেন ট্রলারের যাত্রী। আর ফাহাদ ট্রলারডুবির ঘটনায় স্পিডবোট নিয়ে নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে গিয়েছিলেন।

তবে ট্রলার ও স্পিডবোটডুবির ঘটনায় এখনও নুর মোহাম্মদ সৈকত (২৭) নামে একজন নিখোঁজ রয়েছে জানিয়ে ওসি বলেন, তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে বুধবার ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে কিছু লোক ট্রলার ও স্পিডবোট নিয়ে উদ্ধার তৎপরতা চালাতে যায়। তবে ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটটি ডুবে যায়।

তিনি জানান, এ ঘটনায় ট্রলার ও স্পিডবোটের তিন যাত্রী নিখোঁজ ছিল। শুক্রবার সকাল ১০টার দিকে দুজনের মরদেহ ভেসে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *