লক্ষ্মীপুর কমলনগর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, শিক্ষক, চিকিৎসক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেনী পেশার গুণীজন এবং বিশিষ্টজনসহ প্রায় ২’শ ব্যক্তিবর্গের অংশ গ্রহনে মিলনমেলায় পরিণত হয় এই অভিষেক অনুষ্ঠান মঞ্চ।

শুভেচ্ছা বক্তব্যে বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সংবাদ প্রকাশে সাংবাদিকদের মাঝে ঐক্য চেয়েছেন অভিষেক অনুষ্ঠানের অতিথিবৃন্দরা। 

অভিষেক অনুষ্ঠানের অতিথিবৃন্দরা বক্তব্যে বক্তারা বলেন, প্রেস ক্লাব আছে বলেই সাংবাদিকরা এখন কিছুটা হলেও নিরাপদে কাজ করার সুযোগ পান। 

অন্যদিকে যারা সমাজ ও দেশের কল্যাণে ভালো সাংবাদিকতা করছে তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে।

গত রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের মিলনমেলা ও বক্তব্যে এসব বলেন অতিথিবৃন্দরা।

কমলনগর হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অডিটোরিয়ামের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন।

কমলনগর প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মুসা কলিমুল্লাহ ও অর্থ সম্পাদক আনন্দবাজার পত্রিকার আমজাদ হোসেন আমুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ইউসুফ আলী মিঠু।

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, ভূমি কর্মকর্তা শামসুদ্দিন মো. রেজা, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু তাহের পাটোয়ারী, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তহিদুল ইসলাম। 

লক্ষ্মীপুর স্টার কে এস হসপিটালের চেয়ারম্যান, সিআইপি মো. আবদুল করিম, বিশিষ্ট সমাজসেবক এবং গুণীজন আলহাজ্ব সিরাজুল ইসলাম বাবুল আইয়ুঁবসহ আরও অনেকে।

কমলনগর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে অতিথি বিশিষ্টজনদের মাঝে আরও অনেকে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন আল ফারুকী, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পী, উপজেলা দূনীর্তি দমক কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিক উদ্দিন, হাজিরহাট মাদ্রাসা ম্যনিজিং কমিটির সহ-সভাপতি আক্তার হোসেন মিলন, কমলনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুুবুল ইসলাম দোলন, নোয়াখালী জেলা বিএডিসি কর্মকর্তা মিরাজ হোসেন শান্ত, কমলনগর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিকরা সরকারের কাজের সরকারের উন্নয়ন কর্মকান্ড ‍গুলো আরো ভালো ভাবে তুলে ধরতে হবে। 

এসময় লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আরও বলেন, অনুষ্ঠানটি কমলনগরের বিভিন্ন মতপার্থক্যের লোকের মিলনমেলার পরিণত হয়েছে।

২০০৬ সালে লক্ষ্মীপুর জেলার সাবেক বৃহত্তর উপজেলা ভেঙ্গে কমলনগর নামে আরো একটি উপজেলা গঠন করা হয়। 

২০০৮ সালে স্থানীয় সাংবাদিকরা একত্রিক হয়ে কমলনগর প্রেসক্লাব গঠন করেন। সে থেকে এ প্রেসক্লাব চলে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *