মাদকদ্রব্যের অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়।

আজ রবিবার (১৪ জুলাই) সকালের দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।

লক্ষ্মীপুর জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী শোভাযাত্রাটি ইলিশ চত্বর প্রদক্ষিণ করে। 

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জেপি দেওয়ান। লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আহমেদ কবীর, লক্ষ্মীপুর জেল সুপার নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদকের ভয়াল ভয়ঙ্কর ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই রক্ষা করতে হবে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রণয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের মাধ্যমে সরকার মাদক বিরোধী কঠোর অবস্থান গ্রহণ করেছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *